কুড়িগ্রাম ৩ আসনে আব্দুল খালেকের গন সংযোগ অব্যাহত।
শাহীন আহমেদ, কুড়িগ্রাম প্রতিনিধি।

কুড়িগ্রাম ৩ আসনে উলিপুর কুড়িগ্রামে বিএনপি’র সদস্য সংগ্রহ নবায়ন কার্যক্রম ও জননেতা আব্দুল খালেকের নির্বাচনী গণসংযোগ অব্যাহত রয়েছে।
তিনি উলিপুর উপজেলার ১৩ টি ইউনিয়নের প্রায় প্রতিটি ইউনিয়নে ৩১ দফা বাস্তবায়ন, বিএনপি’র প্রাথমিক সদস্য সংগ্রহ নবায়ন কার্যক্রম ও নির্বাচনী জনসংযোগ রীতিমত জোরে শোরে চালিয়ে যাচ্ছেন। এরই অংশ হিসেবে তিনি গতকাল শনিবার দিনব্যাপী নানান কর্মসূচি চালিয়ে যান, কর্মসূচির মধ্যে ছিল কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার নদীবেষ্টিত এলাকা বেগমগঞ্জ ইউনিয়নের মোল্লারহাট মুসল্লীপাড়া ঈদগাহ মাঠে বিএনপি প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে বেগমগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আশেক নূর মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ ও উলিপুর ৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী জননেতা আব্দুল খালেক, বিশেষ অতিথি বুড়া বুড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন মন্ডল ও উলিপুর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান নূরে-চ্ছাবা স্টার প্রমুখ উপস্থিত ছিলেন। দিন ব্যাপী কর্মসূচী শেষে রাত নটা বিশ মিনিটে বুড়াবুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে ডিবিসি নিউজ এক্সপ্রেস এর আয়োজনে কুড়িগ্রাম ৩ আসন নিয়ে দেশবাসীর উদ্দেশ্য তার সুনির্দিষ্ট মতামত ব্যক্ত করেন।
jn