কুবিতে অর্থনীতি বিভাগের ‘ইকোনমিকস ফেস্ট’ অনুষ্ঠিত

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অর্থনীতি বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘ইকোনমিকস ফেস্ট-২০২৫’৷ সোমবার (২০ জানুয়ারি) সকাল ১০ টার দিকে সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে থেকে একটি র‍্যালি শুরু হয়ে ব্যাডমিন্টন কোর্টে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে কেক কাটার মাধ্যমে এই ফেস্টের সূচনা হয়।

কেক কাটা শেষে সামাজিক বিজ্ঞান অনুষদের হল রুমে সাবনীন হোসেন তানহা ও নাজমুস সাকিবের সঞ্চালনায় পবিত্র কোরআন ও গীতা পাঠের মাধ্যমে নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান শুরু হয়।

এই নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ শামিমুল ইসলাম এবং সভাপতি হিসেবে ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোছা. আশিকা আক্তার সহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী বলেন, ‘ইকোনমিকস বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট। তোমাদের দেশে অবদান রাখার বড় একটি সুযোগ আছে। তোমরা আজকে এখানে যারা বসে আছো তোমরা একসময় দেশের এলিট শ্রেণীর অংশ হবে। সবার জন্য শুভকামনা থাকবে।’

উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, ‘বিদায়ী শিক্ষার্থীদের শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি, যারা সদ্য নিজেদের আনুষ্ঠানিক শিক্ষাজীবন শেষ করেছে। আজকের এই দিনটিকে আমি বিদায় বলবো না, এটি একটি ধাপ সম্পূর্ণ হয়েছে। সেই জন্য তোমাদেরকে অভিনন্দন। তোমরা আগামীর ভবিষ্যৎ। তোমরা নিজেদেরকে ছাড়িয়ে যাও।’

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে যতগুলো ডিপার্টমেন্ট আছে ইকোনমিকস প্রাণোজ্জ্বল ডিপার্টমেন্ট। আমি নবীন ও প্রবীন শিক্ষার্থীদের বলছি তোমাদের পরিচয় একটাই তোমরা ইকোনমিকস এর শিক্ষার্থী, তোমরা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তোমরা কুবিয়ান, এটা তোমাদের বড় পরিচয়। আমরা সবাই মিলেমিশে কাজ করে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাব। তোমাদের সবার জন্য শুভকামনা।’

ইকোনমিকস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সাওন বলেন, ‘আজকের এই বিদায়ের দিনটি আমাদের জন্য বেদনাদায়ক। আপনাদের সাথে আমাদের পথচলা দীর্ঘদিনের। আমাদের চলার পথের ভুলত্রুটি গুলো আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। বিদায় বলতে আমি বুঝি শুধু স্থান পরিবর্তন। আপনারা আমাদের বিভাগের অংশ হিসেবেই থাকবে। আপনারা নিজের স্বপ্নের সমান বড় হোন। আপনারা দেশের উচ্চস্তরে পৌঁছান।’

অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ শামিমুল ইসলাম বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন যে সাতটি বিভাগ নিয়ে যাত্রা শুরু করেছিলো, আমাদের বিভাগ তার একটি। আজকে ১২তম ব্যাচের বিদায়ের মাধ্যমে ১২টি ব্যাচ বেরিয়ে গেছে। আমাদের সাবেক শিক্ষার্থীরা দেশ এবং দেশের বাহিরে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। আমি আশাবাদী আজকের বিদায়ী শিক্ষার্থীও নিজেদের যোগ্যতা প্রমাণ করে দেশ-বিদেশে কৃতিত্ব ছড়াবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের অনেক সীমাবদ্ধতা ছিলো। সীমাবদ্ধতার মধ্যেও তোমাদের যতটুকু দিতে পেরেছি তোমরা তা বাস্তবিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে প্রয়োগ করবে। তোমাদের মাধ্যমে সমাজ, দেশ ও বিশ্ব আলোকিত হবে এই প্রত্যশা ব্যক্ত করছি। তোমাদের সাথে আমাদের সম্পর্ক শেষ হবে না৷ তোমরা আমাদের বিভাগের অংশ হয়েই থাকবে।’

এছাড়া, ইকোনমিকস ফেস্টের এই অংশ হিসেবে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সাংস্কৃতিক সন্ধ্যারও আয়োজন করা হয়েছে।

আরো দেখুনঃ