কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) 'অ্যামপাওয়ারিং মিডিয়া স্টুডেন্টস টু আইডেন্টিফাই নিউজ সোর্সেস অ্যান্ড এলিমিনেটিং মিসইনফরমেশন এন্ড ডিসইনফরমেশন' প্রজেক্টের অংশ হিসেবে ফ্যাক্টচেকিং বিষয়ক একটি কর্মশালা হয়েছে। উক্ত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন ফ্যাক্টচেকিং সংস্থা 'ফ্যাক্টওয়াচ' এর ফ্যাক্টচেকার রিদওয়ানুল ইসলাম।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) প্রশাসনিক ভবনের ৪১১ নং কক্ষে সকাল ১০টায় কর্মশালাটি শুরু হয়ে দুপুর ২ টায় শেষ হয়।
কর্মশালাটিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের কীভাবে গুজব ছড়িয়ে পড়লে তার সঠিক উৎস খুঁজে বের করবে ও তথ্য, ছবি এবং ভিডিও যাচাই করার প্রাথমিক পদ্ধতিগুলো হাতেকলমে শেখান হয়েছে।
প্রশিক্ষক রিদওয়ানুল ইসলাম বলেন, 'বর্তমান যুগে তথ্যের অবাধ প্রবাহের ফলে ভুয়া তথ্য এবং সঠিক তথ্য চিহ্নিত করা দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্যের ছড়াছড়ি। প্রতিটি সচেতন নাগরিকের তাই তথ্য যাচাই করার প্রাথমিক পদ্ধতিগুলো সম্পর্কে জেনে রাখা জরুরি। তাহলেই ভুয়া তথ্য ছড়ানো রোধ করা সম্ভব।'
আয়োজকদের মধ্য থেকে নাছরুল বারী সিয়াম বলেন, 'আমাদের উদ্যোগটার নাম হচ্ছে ট্রুফাই। এই নামে আমরা একটি ওয়েব প্লাটফর্ম বানিয়েছি। এটার মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফ্যাক্টচেকিং শেখানোর জন্য ট্রেইনিং দিব। এই ট্রেইনড ফ্যাক্টচেকারদের নিয়ে একটি কমিউনিটি তৈরি করব যেখানে তাদের কাজ আমাদের সমাজে যেসব অপতথ্য ছড়ায় সেগুলো ট্যাকেল দেওয়া। এই প্রেক্ষিতে আমরা আজকে কুবিতেও এই বিষয়ক ট্রেইনিংয়ের আয়োজন সম্পন্ন করেছি।'
উল্লেখ্য, ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস এবং বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি) কর্তৃক আয়োজিত 'টেকক্যাম্প বাংলাদেশ' প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হয়। তিনদিন ব্যাপী প্রশিক্ষণ শেষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে একটি দল 'অ্যামপাওয়ারিং মিডিয়া স্টুডেন্টস টু আইডেন্টিফাই নিউজ সোর্সেস অ্যান্ড এলিমিনেটিং মিসইনফরমেশন এন্ড ডিসইনফরমেশন' নামক একটি প্রজেক্ট উপস্থাপন করেন এবং প্রজেক্টটি বাস্তবায়নের জন্য নির্বাচিত হয়। এই প্রজেক্টের অংশ হিসেবে এই 'ফ্যাক্টচেক' বিষয়ক কর্মশালাটি আয়োজন করা হয়েছে।