কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের ১৯টি বিভাগের ২৪০ জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীকে ভাইস চ্যান্সেলর স্কলারশিপ-২০২২ প্রদান করা হবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আগামীকাল বুধবার (১৬ নভেম্বর) সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ৮ হাজার ৫০০ টাকা করে বৃত্তির চেক বিতরণ করা হবে।
উপাচার্য অধ্যাপক এ এফ এম আবদুল মঈন বলেন, আমরা আমাদের বিশ্ববিদ্যালয়কে একটি লিডিং বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে চাই। এই লক্ষ্য অর্জনের জন্য আমাদের শিক্ষার্থীদের মেধাবী হিসেবে গড়ে তুলতে হবে। সূতরাং আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিশন অর্জনের জন্য এই বৃত্তি প্রদান একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
উল্লেখ্য, এ বছর ৩১ জানুয়ারি উপাচার্য হিসেবে যোগদানের পরে গত ২৪ মে ২০২২ তারিখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মত মোট ২০ জনকে মেধাবৃত্তি এবং ৩৮ জন অসচ্ছল শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। বৃত্তি প্রদান অনুষ্ঠানে মাননীয় উপাচার্য ঘোষণা দিয়েছিলেন যে, এই বৃত্তি চলমান থাকবে এবং ভষ্যিতে এর কলেবর বৃদ্ধি পাবে। এরই ধারাবাহিকতায় আগামীকাল দ্বিতীয়বারের মত ২৪০ জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হচ্ছে।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com