কুবি সর্পদংশন প্রতিরোধ ও সচেতনতামূলক বিষয়ক কর্মশালা

কুবি প্রতিনিধি ।।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একমাত্র পরিবেশ বিষয়ক সংগঠন ‘অভয়ারণ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়’ এর উদ্যোগে এবং ‘ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ’ এর পরিচালনায় ‘সর্প পরিচিতি ও সর্পদংশন সচেতনা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

০৫ জানুয়ারি সকাল ১০ টার দিকে সামাজিক বিজ্ঞান অনুষদের ৫০১ নাম্বার রুমে কর্মশালাটি শুরু হয়।
কর্মশালাটি দুইটি ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে সর্প পরিচিতি ও সর্পদংশন বিষয়ক থিওরিটিকাল বিষয়সমূহ আলোচনা করা হয় এবং দ্বিতীয় ধাপে ব্যবহারিক বিষয়গুলো উপস্থাপন করা হয়।

উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির গবেষণা বিভাগের যুগ্ম-পরিচালক আবদুল্লাহ আল হোসাইন।

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক সোহরাব উদ্দিন বলেন, ‘নির্বিষ সাপ মেরে ফেলার ফলে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি। এ ব্যাপারে আমাদের সচেতন হওয়া উচিত এবং এজন্য যুব সমাজকে এগিয়ে আসতে হবে। অভয়ারণ্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে এমন সচেতনতামূলক কর্মশালার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সেই সাথে ‘ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ’ টিমকেও ধন্যবাদ জানাই এমন একটা প্রোগ্রাম আয়েজনে সহযোগীতা করার জন্য।’

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির গবেষণা বিভাগের যুগ্ম-পরিচালক আবদুল্লাহ আল হোসাইন বলেন, ‘আমাদরে বাসাবাড়িতে প্রায়ই সাপের দেখা মেলে। বিশেষ করে ওয়াশরুমে সাপ দেখা যায়। সাপ দেখার সাথে সাথেই আমরা সাপটাকে মেরে ফেলি যেটা কোনোভাবেই কাম্য নয়। কারণ অধিকাংশ সাপই নির্বিষ সাপ। যেগুলো আমাদের জন্য কোনো না কোনোভাবে উপকারি। তাই আমাদের উচিত সাপ দেখার সাথে সাথেই মেরে না ফেলে সাপটাকে নিরাপদে সরিয়ে দেওয়া। সরকার বিভিন্ন সময় সাপ মারার উপর নিষেধাজ্ঞা জারি করলেও তেমন ফলপ্রসূ হচ্ছে না। এজন্য আমাদের প্রয়োজন সচেতনতা। যথা সম্ভব আমাদের উচিত স্কুল থেকে শুরু করে সব জায়গায় সচেতনতা বৃদ্ধি করা।’

অভয়ারণ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ তামিম বলেন, ‘সাপ সম্পর্কে যে মৌলিক বিষয়গুলো আছে সেগুলোর ব্যাপারে মানুষকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। দেখা যাচ্ছে এমন অনেক সাপ আছে যেগুলো বিষধর না, তারপরও মানুষ না বুঝে সেগুলোকে মেরে ফেলে। আমাদের চেষ্টা ছিল যেন মানুষকে সাপ সম্পর্কে সচেতন করতে পারি এবং সাপের সাথে সাথে যেন অন্য সকল প্রাণী আছে, সেগুলো যেন প্রকৃতিতে সুন্দরভাবে বেঁচে থাকতে পারে।

আরো দেখুনঃ