কুবির আন্তঃবিভাগ ভলিবল চ্যাম্পিয়ন মার্কেটিং ও বাংলা বিভাগ
কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মার্কেটিং বিভাগ (ছাত্র) এবং বাংলা বিভাগ (ছাত্রী)। এতে গণিত বিভাগকে ২-১ সেটে হারিয়ে মার্কেটিং এবং প্রত্নতত্ত্ব বিভাগকে ২-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলা বিভাগ।
সোমবার (২০ জানুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে টুর্নামেন্টটির ফাইনাল ম্যাচগুলো অনুষ্ঠিত হয়।
এর আগে সকাল ১০টায় ছেলেদের খেলায় বাংলা বিভাগকে হারিয়ে লোক প্রশাসন বিভাগ এবং মেয়েদের খেলায় আইন বিভাগকে হারিয়ে লোক প্রশাসনই বিভাগ তৃতীয় স্থান অর্জন করে।
ফাইনাল ম্যাচ শেষে ফাইনালের ম্যাচ সেরা (ছেলে) হয়েছেন রেজাউল করিম (মার্কেটিং বিভাগ) এবং ফাইনালের ম্যাচসেরা (মেয়ে) হয়েছেন ইসরাত জাহান আঁখি (বাংলা বিভাগ)। এছাড়া টুর্নামেন্ট সেরা (ছেলে) ফাহিম চৌধুরী (গণিত বিভাগ), টুর্নামেন্ট সেরা (মেয়ে) তাওহিদা নাসরিন সোনালি (বাংলা বিভাগ)।
ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টুর্নামেন্টের আহ্বায়ক ড. মুহম্মদ সোহরাব উদ্দীন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী। এছাড়া, বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম ও বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সমন্বয়করা।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. মো. হায়দার আলী বলেন, ‘আজকের খেলা অসাধারণ ছিল। উভয় দলই খুব ভালো খেলেছে। খেলায় জয়-পরাজয় থাকবেই, তবে পরাজয় মেনে নেওয়া খেলোয়াড়দের অন্যতম গুণ। আমি সময় স্বল্পতার জন্য দীর্ঘ বক্তব্য না দিয়ে সবাইকে ধন্যবাদ জানাই।’
অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোঃ হান্নান রহিম বলেন, ‘মাদক থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করব যেন আরও বেশি খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।’
সভাপতির বক্তব্যে ড. মুহম্মদ সোহরাব উদ্দীন বলেন, ‘খেলাধুলা শিক্ষার্থীদের মন-মানসিকতা উন্নত করে এবং বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি করে। এপ্রেক্ষিতেই আমরা বিশ্ববিদ্যালয় থেকে এসব খেলাধুলার আয়োজন করি। এটি চলমান ক্রীড়া কর্মসূচিরই একটি অংশ। আগামীতে তোমাদের জন্য আরও একটি চমক অপেক্ষা করছে। আমরা শিগগিরই মিটিং করে বিষয়টি চূড়ান্ত করে জানাব।’
উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি (সোমবার) বিকাল ৩টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভলিবল মাঠে ১৭টি বিভাগের অংশগ্রহণের মাধ্যমে এই আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছিল।