কুবির ইকোনমিকস ক্লাবের নতুন কমিটি ঘোষণা
কুবি প্রতিনিধি ।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অর্থনীতি বিভাগের অঙ্গসংগঠন ইকোনমিকস ক্লাবের সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সহকারী অধ্যাপক মো: সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মহিউদ্দিন জয়।
মঙ্গলবার (০৪ জানুয়ারি) বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে, বিভাগের ১৬৮তম একাডেমিক সভায় একবছরের জন্য ১৯ সদস্যের এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সহকারী অধ্যাপক স্বর্ণা মজুমদার। কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো: শাকিল।
ইকোনোমিকস ক্লাবের উপদেষ্টা হিসেবে রয়েছেন অধ্যাপক ড. স্বপন চন্দ্র মজুমদার, সহযোগী অধ্যাপক ড. রাফিয়া ইসলাম লিনা, সহকারী অধ্যাপক আয়েশা আক্তার, অধ্যাপক ড. কাজী কামাল উদ্দিন এবং সহকারী অধ্যাপক রিফাত নাহরিন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সমন্বয়কারী মো: রিয়াজুল আমিন রিয়াজ, মহি উদ্দিন নাঈম, সাদিয়া আফরিন মোহনা, সৌরভ ঘোষ, আফরিন সুলতানা সদিয়া। এছাড়া সহ-সমন্বয়ক হিসেবে রয়েছেন রায়হান আহমেদ, মুনতাসির নাসির, মায়মুনা ইসলাম, মুহাম্মদ আসাদ হোসাইন, প্রোমিতি এ বিশ্বাস প্রজ্ঞা।
সাধারণ সম্পাদক মহিউদ্দিন জয় বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ক্লাব সবসময় শিক্ষার্থীদের সৃজনশীলতা, সহশিক্ষা কার্যক্রম, নেতৃত্ব ও জ্ঞানচর্চার অন্যতম প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে। ২০২৫ সালের নতুন কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব গ্রহণ করা আমার জন্য একটি চ্যালেঞ্জ। এটিকে চ্যালেঞ্জ হিসাবে এই কারণে দেখছি কারণ এই দায়িত্ব শুধু একটি পদ নয়, বরং এটি ক্লাবের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল, সমৃদ্ধ ও কার্যকর করার একটি সুযোগ।’
তিনি আরও বলেন, ‘অর্থনীতি ক্লাবের সুষ্ঠু পরিচালনা, সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং নতুন নতুন কার্যক্রম বাস্তবায়নের দায়িত্ব এখন আমাদের কাঁধে। আমি ধন্যবাদ জানাই অর্থনীতি বিভাগের সম্মানিত শিক্ষকগণকে, যাঁদের দিকনির্দেশনায় আমরা এগিয়ে যেতে পারছি। পাশাপাশি, ক্লাবের সকল সদস্য এবং নবনির্বাচিত কমিটির সকল সহকর্মীকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা।’
আই/অননিউজ২৪।