কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আঞ্চলিক সংগঠন উত্তরবঙ্গ ছাত্র পরিষদের উদ্যোগে নবীনবরণ-প্রবীণ বিদায় ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল কোর্টে অনুষ্ঠানটি আয়োজিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সজল চন্দ্র মজুমদার, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোকাদ্দেস-উল-ইসলাম বিদ্যুৎ, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. হারুন, প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো. সাদেকুজ্জামান তনু ও মোরশেদ রায়হান হিমু, ফার্মেসি বিভাগের প্রভাষক মো. কামরুল হাসান। এছাড়া আরও উপস্থিত ছিলেন বার্ডের সহকারী পরিচালক ফারুক হোসেন, কুমিল্লা সিটি কর্পোরেশন মাতৃসদনের নগর পরিকল্পনা সমন্বয়ক ডা. মো. মোতালেব হোসেন।
অনুষ্ঠানে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোকাদ্দেস-উল-ইসলাম বিদ্যুৎ বলেন, 'প্রবীণদের উদ্দেশ্যে বলতে চাই ছেড়ে যাওয়া মানে প্রস্থান নয়। তোমরা এই সংগঠন এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে ভুলতে পারবে না। তোমাদের বাকি জীবন সুন্দর সাফল্যমন্ডিত হোক। নবীনদের বলবো তোমরা যোগোযোগ বাড়াও, যোগাযোগ হলে পরিচয় থাকলে যেকোন বিপদে সাহায্য করা যায়। আমরা উত্তরবঙ্গের ছাত্রদের খারাপ রিপোর্ট এখনো নেই। তোমরা নিজেদের দক্ষতা বাড়াও, সকল গন্ডি ছাড়িয়ে যাও, দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশে নিজেদের মেধার পরিচয় দাও।'
কুমিল্লা সিটি কর্পোরেশন মাতৃসদনের নগর পরিকল্পনা সমন্বয়ক ডা. মো. মোতালেব হোসেন বলেন, 'বর্তমান যুগে শুধু বিষয়ভিত্তিক জ্ঞানে সীমাবদ্ধ থাকা যাবে না। বিষয়ভিত্তিক জ্ঞানের বাইরেও জ্ঞানের অন্যান্য শাখা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। জ্ঞানের পরিধি এমন হওয়া উচিত যেন জ্ঞানের সকল শাখায় আমরা বিচরণ করতে পারি।'
উত্তরবঙ্গ ছাত্র পরিষদের সভাপতি নাঈম আহমেদ বলেন, 'আমরা যখন বিশ্ববিদ্যালয়ে আসি তখন থেকেই আমাদের শিক্ষকবৃন্দ বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। বাইরে আয়োজন করাটা একটা চ্যালেঞ্জ ছিল। আমরা সবাইকে এক করার খাতিরে আমাদের আয়োজনে পিঠা উৎসব, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। সকলকে ধন্যবাদ এতো সুন্দর আয়োজনকে সাফল্যমন্ডিত করার জন্য।'
২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ এবং প্রবীণ শিক্ষার্থীদের বিদায়ের পর সাংস্কৃতিক অনুষ্ঠানে মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।