কুবির দ্বিতীয় সমাবর্তন আগামী সেপ্টেম্বর মাসে: কুবি উপাচার্য
কুবি প্রতিনিধি ।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দ্বিতীয় সমাবর্তন এ বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে। রবিবার (০৫ জানুয়ারি) সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা সভা চলাকালে উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী এই ঘোষণা দেন।
গুচ্ছ থেকে বের হয়ে যাওয়া এবং পোষ্য কোটা বাতিল চেয়ে সাধারণ শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচী পালন করেন। এরপর উপাচার্যের সাথে আলোচনায় বসেন। আলোচনা চলাকালে সমাবর্তন পিছিয়ে দেওয়া বিষয়ে আলোকপাত করেন উপাচার্য মোঃ হায়দার আলী।
এ সময় তিনি বলেন, ‘নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেব বলেই আমরা সমাবর্তন পিছিয়ে নিয়েছি। নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিলে পরীক্ষা ব্যতীত অন্যকোথাও মনোযোগ দেওয়ার সুযোগ নেই। এজন্য আমরা সমাবর্তন পিছিয়ে সেপ্টেম্বরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সমাবর্তনের প্ল্যান ও পরিকল্পনার জন্য উপ-উপাচার্যকে দায়িত্ব দেওয়া হয়েছে।’
উল্লেখ্য, গত ২০ নভেম্বর (বুধবার) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে উপাচার্য ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ২য় সমাবর্তনে ঘোষণা দিয়েছিলেন।