কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সপ্তম উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।
রবিবার (১৬ জানুয়ারি ২০২২ খ্রিঃ) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়- রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে কুবির আইন অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনকে আগামী চার বছরের জন্য ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হলো।
কুবির রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) প্রফেসর ড. মো. আবু তাহের বলেন, নতুন ভিসি নিয়োগের প্রজ্ঞাপন হয়েছে। তবে এখনো তা আমাদের হাতে এসে পৌঁছেনি।
উল্লেখ্য, বর্তমান ভিসি ড. এমরান কবির চৌধুরীর মেয়াদ ৩১ জানুয়ারি শেষ হবে।