কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) 'বৃহত্তর আঞ্চলিক সংগঠন বুড়িচং-ব্রাহ্মনপাড়া স্টুডেন্ট এসোসিয়েশন' এর ৪২ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
উক্ত কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন লোকপ্রশাসন বিভাগের ২০১৯-২০ সেশনের (বিশ্ববিদ্যালয়ের ১৪তম ব্যাচ) শিক্ষার্থী হাছিবুল ইসলাম সবুজ এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন একই আবর্তনের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী খাদিজা আক্তার।
বুধবার (০৪ ডিসেম্বর ) সংগঠনের উপদেষ্টা মো. রিয়াজ শাহরিয়ার রিয়াজ, সভাপতি (ভারপ্রাপ্ত) খোরশেদ আলম এবং সাধারণ সম্পাদক তাহারাতবির হোসেন পাপন মিয়াজি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির থেকে এই বিষয় নিশ্চিত হওয়া গেছে।
কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ২০১৯-২০ সেশনের (বিশ্ববিদ্যালয়ের ১৪তম ব্যাচ) মার্কেটিং বিভাগের নিয়ামত উল্লাহ ও একই সেশনের আইন বিভাগের নূর মোহাম্মদ।
যুগ্ম-সাধারণ সম্পাদক লোকপ্রশাসন বিভাগের ২০২০-২১ সেশনের (বিশ্ববিদ্যালয়ের ১৫তম ব্যাচ) আফরাজ আহমেদ ও একই সেশনের আইন বিভাগের ফয়সাল আহমেদসহ আরো ৭ জন।
সাংগঠনিক সম্পাদক পরিসংখ্যান বিভাগের ২০২০-২১ সেশনের (বিশ্ববিদ্যালয়ের ১৫তম ব্যাচ) মো.পলাশ হাসান ও সাইফ হাসান সহ আরো ৭ জন। দপ্তর সম্পাদক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২১-২২ সেশনের (বিশ্ববিদ্যালয়ের ১৬তম ব্যাচ) মো. সাজিদুর রহমান। অর্থ সম্পাদক আইন বিভাগের ২০২১-২২ সেশনের (বিশ্ববিদ্যালয়ের ১৬তম ব্যাচ) মো. আশরাফুল ইসলাম ইমন। প্রচার সম্পাদক রসায়ন ২০২১-২২ সেশনের (বিশ্ববিদ্যালয়ের ১৬তম ব্যাচ) ফয়সাল আহম্মেদ। ক্রীড়া সম্পাদক রসায়ন বিভাগের ২০২১-২২ সেশনের (বিশ্ববিদ্যালয়ের ১৬তম ব্যাচ) ইব্রাহিম। শিক্ষার্থী বিষয়ক সম্পাদক ফিন্যান্স বিভাগের ২০২১-২২ সেশনের (বিশ্ববিদ্যালয়ের ১৬তম ব্যাচ) মো. ফয়সাল খান। আপ্যায়ন বিষয়ক সম্পাদক বাংলা বিভাগের ২০২১-২২ সেশনের (বিশ্ববিদ্যালয়ের ১৬তম ব্যাচ) মো. নেয়ামত উল্লাহ। এছাড়াও কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছে ৭ জন।
নবনিযুক্ত সাধারণ সম্পাদক খাদিজা বলেন, অনেকদিন পর বিবিএসএ এর নতুন কমিটি ঘোষণা এসেছে। এর নেতৃত্বে থাকা মানে অনেক দায়িত্ব, দ্বায়বদ্ধতা। আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে সংগঠনের সবাইকে নিয়ে একসাথে কাজ করার এবং সংগঠনটিকে বিশ্ববিদ্যালয়ের সেরা আঞ্চলিক সংগঠনে রুপ দেওয়ার। সংগঠনের শ্রদ্ধেয় শিক্ষকগন ও সাবেক ভাই আপুরা সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আশাকরি যারা দায়িত্বে আছেন, সবাই খুব সমন্বিতভাবে নিজেদের কাজ করে যাবে।
উল্লেখ্য, আগামী এক বছরের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবে।
আই/অননিউজ২৪।।