কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শহিদ আবদুল কাইয়ুম টুর্নামেন্টে-২০২৪ এ চ্যাম্পিয়ন হয়েছে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ। প্রথম ও দ্বিতীয় রানার্সআপ হয়েছে লোকপ্রশাসন এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।
উক্ত টুর্নামেন্টে ফাইনাল ম্যাচসেরা খেলোয়াড় হয়েছেন লোকপ্রশাসন বিভাগের তাসনিমুর রহমান তানিম। ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের মেহেরাজ আলভি, সেরা গোলদাতা হয়েছেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের অধিনায়ক শান্ত সরকার (৫ গোল) এবং সেরা গোলরক্ষক হয়েছেন একই বিভাগের মাজহারুল ইসলাম।
টুর্নামেন্ট সেরা খেলোয়াড় মেহেরাজ আলভি বলেন, 'আলহামদুলিল্লাহ চ্যাম্পিয়ন হয়েছি। প্রথম দিক থেকেই আমাদের টিমটা অনেক গোছালো ছিল, আমরা পজিশন বেসড ফুটবল খেলেছি। সবমিলিয়ে আমরা অনেক পরিশ্রম করেছি। এই টুর্নামেন্টে আমি সেরা খেলোয়াড় হয়েছি। সামনের টুর্নামেন্টেও আমি দলের হয়ে সর্বোচ্চ চেষ্টা করব।'
ম্যাচসেরা খেলোয়াড় তাসনিমুর রহমান তানিম তার অনুভূতি জানাতে গিয়ে কিছুটা হতাশার সুরে বলেন, 'প্রথমেই শুকরিয়া জানাই আল্লাহর প্রতি যে আমরা ফাইনাল অব্দি আসতে পেরেছি। সবারই ইচ্ছা থাকে ফাইনালে জয়ী হওয়ার। আমরাও চেষ্টা করেছি ফাইনালে জয়ী হওয়ার। কিন্তু ভাগ্যক্রমে আমরা জয়ী হতে পারি নি। ইনশাল্লাহ আমরা আগামী বছর ফাইনালে জয়ী হবো। আর আজকের এই ম্যান অফ দা ফাইনাল পুরস্কারটি আমারে আগামী টুর্নামেন্টের ফাইনালে জয়ী হবার অনুপ্রেরণা দিবে।'
টুর্নামেন্টের সেরা গোলদাতা ফিন্যান্স এড ব্যাংকিং বিভাগের অধিনায়ক শান্ত সরকার বলেন, 'এটা শুধু আমাদের ট্রফি না, এটা আমাদের স্বপ্ন। গত টুর্নামেন্টে আমরা সেমিফাইনালে হেরে গেছি। আমাদের সবার মাঝে একটা জেদ ছিল। দীর্ঘ একবছর যাবত আমরা স্বপ্ন নিয়েই আছি। আমাদের দলের সবাই জেতার জন্য মরিয়া ছিল, যা প্রকাশ করতে পারব না। আমরা জয়ের এই ধারা ধরে রাখতে চাই।'
টুর্নামেন্টের সেরা গোলরক্ষক মাজহারুল ইসলাম বলেন, 'এই অর্জন শুধু আমার না, এই অর্জনটা আমার পুরো দলের অর্জন। আমার দলের ডিফেন্স, মিডফিল্ড, উইংয়ের সবাই সেরা। যতদিন দলের হয়ে খেলব ততদিন ইনশাআল্লাহ দলকে সার্ভিস দিব।'