কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজ্ঞানভিত্তিক সংগঠন ‘কুমিল্লা ইউনিভার্সিটি সায়েন্স ক্লাবের’ ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
বুধবার (১ সেপ্টেম্বর) রাত ৯টায় এ উপলক্ষে আয়োজন করা হয় ভার্চুয়াল আলোচনা সভা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. এমরান কবির চৌধুরী বলেন, ‘জ্ঞান শুধু শিক্ষকরা বিতরণ করেন না, শিক্ষার্থীরাও করেন। কুমিল্লা ইউনিভার্সিটি সায়েন্স ক্লাব এরকম একটি সংগঠন যার মাধ্যমে অন্যরা উপকৃত হচ্ছে। এই ক্লাবকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।’
সংগঠনটির ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান বলেন, ‘সায়েন্স ক্লাবের ডকুমেন্টারি এবং শিক্ষকদের আন্তরিকতা দেখে আমি মুগ্ধ। করোনার এই অবস্থায় তেমন কোনো কার্যক্রম করা না গেলেও ভবিষ্যতে ক্লাবের কার্যক্রমে সবসময় পাশে থাকবো।’
জানা যায়, ২০১৫ সালের ১ সেপ্টেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে সায়েন্স ক্লাব।
ক্লাবটির বর্তমান মডারেটর ও গণিত বিভাগের শিক্ষক জিল্লুর রহমানের উপস্থাপনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন-রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের, বিজ্ঞান অনুষদের ডিন ড. দুলাল চন্দ্র নন্দী, প্রকৌশল অনুষদের ডিন মো. তোফায়েল আহমেদ, পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ জুলহাস মিয়া, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চেয়ারম্যান পার্থ চক্রবর্তী, ক্লাবটির প্রতিষ্ঠাকালীন মডারেটর ড. আবদুল্লাহ আল মাহবুব দীপু, সায়েন্স ক্লাবের বর্তমান সভাপতি সাখাওয়াত শাওন, সাধারণ সম্পাদক এম ডি নুরুল মোস্তফাসহ আরও অনেকে।
সাইফ/অননিউজ টুয়েন্টিফোর