কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতি (কুভিকসাস)'র নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।
বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি ইকবাল হাসান এবং সাধারণ সম্পাদক কাতিব হাসান মুরাদ এক যৌথ বিবৃতিতে শুভেচ্ছা জানান।
কুবি প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ইমতিয়াজ হাসান রিফাত স্বাক্ষরিত ওই চিঠিতে তারা লিখেছেন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতি তাদের নতুন নেতৃত্বের মাধ্যমে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ধরে রাখবে এবং সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে কাজ করে যাবে। পাশাপাশি দুই সংগঠনের মধ্যে আন্তরিক সম্পর্ক দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রসঙ্গত, চলতি মাসে ১৪ জানুয়ারি (রোববার) কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ সাংবাদিক সমিতি (কুভিকসাস)‘র ১১ সদস্যে নতুন কমিটি গঠন করা হয়। এতে দৈনিক আমাদের কুমিল্লা‘র স্টাফ রিপোর্টার আবু সুফিয়ান রাসেল সভাপতি ও দৈনিক বাংলার আলোড়ন‘র স্টাফ রিপোর্টার সাফায়েত উল্লাহ মিয়াজী সাধারণ সম্পাদক মনোনীত হয়।
উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতি (কুভিকসাস) প্রতিষ্ঠালাভ করে। কলেজ অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এ সংগঠনের পৃষ্ঠপোষক। অধ্যক্ষ কর্তৃক নির্বাচিত দু'জন শিক্ষা কর্মকর্তা কুভিকসাসের উপদেষ্টা হিসাবে দায়িত্বে আছেন।
এফআর/অননিউজ