গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২৭ আগস্ট ২০২১ ইং তারিখ বিকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার অরন্যপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে একটি মাইক্রোবাস হতে ৩১ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী’দ্বয় হলো চাঁদপুর জেলার সদর থানার বালিয়া গ্রামের আবুল হোসেন কয়াল এর ছেলে আরিফ হোসেন কয়াল (২৮) বরিশাল জেলার গৌরনদী থানার গেরাকুল গ্রামের মৃত গোলাম আলী সিকদার এর ছেলে দুলাল সিকদার (৫০),র্যাব জানায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘদিন যাবৎ মাইক্রোবাসে করে কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উল্লেখ্য যে, উক্ত অভিযানে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মাইক্রেবাস টি জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামী’দ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।