আজ ৫ মার্চ রবিবার সকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকার নাসির'র পতিত জমি থেকে ৫২ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা সংস্থার একটি টিম। সাথে থাকা অপর একজন পালিয়ে গেছে বলে জানা যায়।
গ্রেপ্তারকৃত আসামী জেলার সদর দক্ষিন উপজেলার লালনগর গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে আব্দুল হান্নান (২৫)। পালিয়ে যাওয়া আসামী একই উপজেলার উলুইন গ্রামের ফরিদের ছেলে মোঃ মনির (৩৫)।
জানা যায়, উল্লেখিত মাদকদ্রব্য মোঃ মনির (৩২) এর সহায়তায় সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে বিক্রয়ের জন্য উক্ত স্থানে গাড়ীতে উঠানোর জন্য অবস্থান করছিল। এই সংক্রান্তে এসআই (নিঃ) মোঃ বোরহান উদ্দিন ভূইয়া বাদী হয়ে সদর দক্ষিণ থানায় গ্রেফতারকৃত আসামী এবং পলাতক আসামীর বিরুদ্ধে এজাহার দায়ের করে।