নেকবর হোসেন
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন,কুমিল্লাকে স্বাস্থসেবায় এগিয়ে নিতে চিকিৎসক সহ সংশ্লিষ্ট সবাইকে সম্বলিতভাবে কাজ করতে হবে । করোনার শুরুতে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েছিল আমাদের চিকিৎসকরা। আমরা সবাই মিলে সেই সংকট অতিক্রম করেছি। ঢাকার পর জেলা শহর কুমিল্লায় আমরা প্রথম পিসিআর ল্যাব স্থাপন করেছিলাম। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলার পর মাত্র তিনদিনের মাথায় কুমিল্লায় ল্যাব প্রতিষ্ঠা হয়েছিল৷ আমাদের চিকিৎসকরা সেই সংকটে সর্ব্বোচ্চ সেবা দিয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স রুমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আয়োজনে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: মো: মহিউদ্দিন এর সঞ্চালনায় কুমিল্লা সদর (৬) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এর সভাপতিত্বে, এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো: শামীম আলম, কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত,বিএমএ এর ও স্বাচিব এর সভাপতি ডা: বাকি আনিছ, স্বাচিব এর সাধারণ সম্পাদক ডা:মোর্শেদুল আলম, কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম সহ অন্যান্য সকল ডাক্তারবৃন্দ।