কুমিল্লায় আইনমন্ত্রী আনিসুল হককে ফুলেল শুভেচছায় বরণ

কুমিল্লা প্রতিনিধি।।

বর্তমান সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য এডভোকেট আনিসুল হক বুধবার কুমিল্লা রেলওয়ে স্টেশনে অবতরণ করলে ফুলেল শুভেচ্ছায় অভিনন্দন জানান কুমিল্লা জেলা ও পুলিশ প্রশাসন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

আইনমন্ত্রী ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী মহানগর প্রভাতী ট্রেনে কুমিল্লায় আসেন। পরে তিনি সড়ক পথে কুমিল্লা সালদানদী সড়ক দিয়ে কসবা উপজেলার নয়নপুর বাজার ও পানিয়ারুপ সিরাজুল হক স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত পথসভায় বক্তব্য প্রদান করেন। এর আগে কুমিল্লা রেলওয়ে স্টেশন এলাকায় মন্ত্রীকে ফুলেল শুভেচছায় বরণ করে নেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মোঃ মুশফিকুর রহমান, কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম বার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পঙ্কজ বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান, কুমিল্লাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা কল্যাণ সমিতির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস আর এম ফারুক, সাধারণ সম্পাদক আলমগীর শিকদার, কুমিল্লাস্থ কসবা কল্যাণ সমিতির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ইন্দু ভূষণ ভৌমিক, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মেজর ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন আহমেদ, উপদেষ্টা মোশাররফ হোসেন ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সামাদ ভূইয়া, প্রচার সম্পাদক সাংবাদিক এমদাদুল হক সোহাগ, সমাজকল্যাণ সম্পাদক আজাদ সরকার লিটন প্রমুখ। কুমিল্লাস্থ কসবা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নুরুল আজম আরজু, সিনিয়র সহসভাপতি জহির রায়হান প্রমুখ। আরো শুভেচ্ছা জানান, কুমিল্লা বার্ডের যুগ্ম পরিচালক মোঃ আবদুল্লাহ, সহকারি পরিচালক কামরুল হাসান, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক আবু ওবায়দা রাহিদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার নুর মোহাম্মদ জিসান, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের নেতাকর্মী, শিক্ষার্থীরা। এসময় কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন, মন্ত্রীর একান্ত সচিব উপ সচিব মাসুদ উল আলম, ব্যক্তিগত সহকারি সফিকুল ইসলাম সোহাগ, শিক্ষক নেতা দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরএইচ/অননিউজ

আরো দেখুনঃ