কুমিল্লায় মাদ্রাসা দখল, মাদকসেবনের ভিডিও প্রকাশসহ রাজনৈতিক বিরোধের জের প্রতিপক্ষ জামায়াত শিবির নেতা কাজী জহির গংরা কুপিয়ে জবাই করে এনামুল নামের আওয়ামী লীগ নেতা খুন হয়েছেন। নিহত নাম মো:এনামুল হক (৩২)।আজ শুক্রবার জুম্মা নামাজের পর সদর উপজেলার দূর্গাপুর উত্তর ইউনিয়নের আলেখাচর এলাকায় মসজিদ থেকে ফেরার পথিমধ্যে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
কুমিল্লা আদর্শ সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আহমেদ নিয়াজ পাভেল বলেন- জামায়াতশিবির নেতা কাজী জহিরগংরা দীর্ঘদিন ধরে দূর্গাপুর উত্তর ইউনিয়ন আওয়ামীলীগকর্মী এনামুলের প্রতিষ্ঠিত মাদ্রাসাটি দখলের চেষ্টা করছে ।গতকয়েকদিন আগে কাজী জহিরগংরা এলাকায় মাদক সেবনের আড্ডার ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করে। আর তাদের সাথেত রাজনৈতিক বিরোধত আছেই। মাদকের প্রতিবাদ করায় জুম্মার নামাজের পর কাজী জহিরসহ তারঁ দলের অনুসারীরা দা ছুরি নিয়ে অর্তকিতভাবে কুপিয়ে এনামুলের গলায় হাতেসহ পুরো শরীরের আঘাত করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত এনামুলকে কুমিল্লা মেডিকেলে আনলে কর্তরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় মাহমুফ জানায়- কাজী জহিরের ছেলে আওলাদসহ কয়েকজন কাজি বাড়ী এলাকায় হামলা চালায়। এ ঘটনায় এনামুলের চাচাতো ভাইবোন দুজন কুমেক হাসপাতালে নেয়া হয়েছে।
কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার, কামরান হাসান জানান, পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। সেই সাথে হত্যার ঘটনা তদন্ত করে ঘটনার সাথে সম্পৃক্তকারিদের আইনের আওতা্য় আনা হবে।। এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত আটক করবে পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে একটি মামলা প্রক্রিয়ার্ধীন রয়েছে।
ফরহাদ/অননিউজ