'সুস্থ দেহ সুন্দর মন' স্লোগানকে সামনে রেখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লার আয়োজনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের পরিচালনায় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা (২০২২-২৩) অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা, চাঁদপুর ও ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার বিভিন্ন কলেজের শতাধিক শিক্ষার্থী এই অনুষ্ঠানে অংশ নেয়।
শনিবার (১৭ ডিসেম্বর) সকাল নয় ঘটিকায় প্রধান অতিথি কুমিল্লা-৬ এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার সহ বিশেষ অতিথি ও উক্ত অনুষ্ঠানের সভাপতির উপস্থিতিতে কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে ছিলেন, কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: জামাল নাসের, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মৃণাল কান্তি গোস্বামী, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজের অধ্যক্ষ ড. আবু জাফর খান।
শিক্ষার্থীদের মধ্যে দৌড় প্রতিযোগিতা, লৌহ গোলক নিক্ষেপ, দীর্ঘ লাফ, চাকতি নিক্ষেপ, উচ্চলাফ সহ বিভিন্ন ধরণের আউটডোর খেলার প্রতিযোগিতা হয়। উক্ত প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয় ওইদিন বিকেলে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত, কুমিল্লা শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর নূর মোহাম্মদ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজের উপাধ্যক্ষ মৃণাল কান্তি গোস্বামী ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজের অধ্যক্ষ ড. আবু জাফর খানের উপস্থিতিতে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। পুরষ্কার হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যায়।অনুষ্ঠানটি সন্চালনায় ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক, বদরুল হুদা জেনু ও ক্রীড়া লেখক সমিতি কুমিল্লার সভাপতি, আবুল হাসনাত বাবুল।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com