বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের পর মোটর সাইকেল নিয়ে আনন্দ মিছিল বের করে বেশক'জন যুবক। এ সময় মোটর সাইকেলের ধাক্কায় শাওন নামে এক শিশু নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়নের পূর্ব বাতাড়ীয়া নামক স্থানে।
নিহত শাওন (১১) খিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনির ছাত্র। সে ঐ এলাকার পত্রিকার হকার মিলন মিয়ার ছেলে এবং খিলা আজিজ উল্লাহ হাইস্কুলের দপ্তরি বাচ্চু মিয়ার ভাতিজা। রোববার দিবাগত রাতে (সোমবার, ১৯ ডিসেম্বর রাত সাড়ে ১২টা এ ঘটনা ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে খিলা আজিজ উল্লাহ হাইস্কুলের প্রধান শিক্ষক মুনির হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।
স্থানীয় লোকজন জানায়, মোটর সাইকেল নিয়েমিছিলে আনন্দ করতে গিয়ে খিলা পূর্ববাতাড়ীয়া ইউটার্নে মোটর সাইকেল ঘোরানোর সময় ধাক্কা লেগে শিশুটির মৃত্যু হয়।
এদিকে এ ঘটনায় মোটর সাইকেল আরোহী নাথেরপেটুয়া গ্রামের শেখ জসিম উদ্দিনের ছেলে অন্তর ও বরল্লা গ্রামের জিহাদ গুরুতর আহত হয়। আহতাবস্থায়, অন্তরকে প্রথমে কুমিল্লায় ও পরে ঢাকার একটি হাসপাতালে এবং জিহাদকে লাকসাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।