কুমিল্লায় দুটি কাভার্ডভ্যানের মাঝখানে চাপা পড়ে আপন দুই ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ জুন) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছুপুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।মিয়া বাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এস এম লোকমান হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত দুই ভাই হলেন- কাভার্ডভ্যানচালক মো. সাগর ও তার সহকারী বেলাল হোসেন। তারা কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার ঝিনাইহাট এলাকার বড়গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।
তিনি বলেন, মঙ্গলবার ভোরে চৌদ্দগ্রামের কালিকাপুর ইউনিয়নের ছুপুয়া এলাকায় ঢাকাগামী একটি কাভার্ডভ্যানের ইঞ্জিন বিকল হয়ে যায়। বিকল গাড়িটিকে পেছন থেকে আরেকটি কাভার্ডভ্যানের মাধ্যমে ধাক্কা দিয়ে সচল করার চেষ্টা করছিলেন দুই ভাই। এ সময় গাড়িটিকে পেছন থেকে তৃতীয় আরেকটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানচালক ও সহকারী দুই ভাই গাড়ির মাঝখানে আটকে যান।
তিনি আরও বলেন, দুই গাড়ির মাঝখানে আটকে দুজনই ঘটনাস্থলে নিহত হন। পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁদের মরদেহ উদ্ধার করে।
সূত্রঃ বিডি24লাইভ
একে/অননিউজ24