কুমিল্লায় কৃষকের ২০ শতক জমির লাউগাছ কেটে দিল দুর্বৃত্তরা
নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় এক কৃষকের ২০ শতক জমির লাউগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাতে জেলার হোমনা উপজেলার তিতাস নদীর পাড়ের জমিতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষকের বাড়ি জেলার মুরাদনগর উপজেলার পাঁচকিত্তা এলাকায়।
জানা যায়, কৃষক ইব্রাহিম মিয়ার নিজের কোনো জমি নেই। তিনি অন্যের কাছ থেকে জমি ভাড়া নিয়ে সবজি চাষ করেন। এ বছর একটি এনজিও থেকে কিস্তিতে ৪০ হাজার টাকা ঋণ নিয়ে ওই ২০ শতক জমিতে আগাম সবজির চাষ করেন। রবিবার সকালে খেতে গিয়ে দেখেন, জমির শত শত লাউগাছ কেটে ফেলা হয়েছে। প্রায় ৪০ দিন আগে চাষ করা লাউগাছগুলো কেটে দেওয়ায় সেগুলো মরে যাচ্ছে।
কৃষক ইব্রাহিম মিয়ার দাবি, লাউ চাষ করা জমিটি অন্য এক ব্যক্তি ভাড়া নিতে চেয়েছিলেন। জমি ভাড়া না পেয়ে ক্ষুব্ধ হয়ে তিনি বা তার লোকজন এই ন্যাক্কারজনক কাজটি করতে পারেন বলে ধারণা তার। এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে হোমনা উপজেলার প্রশাসনিক কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ করেছেন তিনি।
ইব্রাহিম মিয়া আরও জানান, “কিছুদিন পরেই লাউগুলো বিক্রির উপযোগী হতো। আনুমানিক দুই লাখ টাকার মতো লাউ বিক্রি করা যেত। কিন্তু এক রাতেই সব শেষ হয়ে গেল।”
হোমনা উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল হাসান জানান, “ফেসবুকের মাধ্যমে বিষয়টি আমার নজরে এসেছে। সরেজমিনে পরিদর্শন শেষে ভুক্তভোগীকে সুষ্ঠু বিচার পাইয়ে দেওয়ার লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি প্রতিবেদন দেওয়া হবে।”
এ ঘটনায় ভুক্তভোগী কৃষককে সান্ত্বনা দিয়ে হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা সাংবাদিকদের বলেন, “বিষয়টি অত্যন্ত দুঃখজনক। যে বা যারা এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে আমরা সর্বোচ্চ পদক্ষেপ নেব