কুমিল্লায় খায়রুন্নেসা-ইব্রাহিম জেনারেল হাসপাতালের উদ্বোধন উপলক্ষে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় নবনির্মিত খায়রুন্নেসা-ইব্রাহিম জেনারেল হাসপাতালের উদ্বোধন উপলক্ষে কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে হাসপাতাল ভবনের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ডা. মো. আতাউর রহমান জসিম, খায়রুন্নেসা-ইব্রাহিম জেনারেল হাসপাতালের চেয়ারম্যান।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক একে আজাদ খান, মহাসচিব মোহাম্মদ সাঈফ উদ্দিন,এনএইচএনের বোর্ড অব অ্যাডভাইজার্স সৈয়দ রেজওয়ান কবিরসহ অনেকে।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, হাসপাতালের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি মোহাম্মদ সাইফ উদ্দিন বলেন,

“কুমিল্লার মানুষ যেন ঘরোয়া পরিবেশে উন্নত চিকিৎসা সেবা পেতে পারে—সে লক্ষ্যেই খায়রুন্নেসা-ইব্রাহিম জেনারেল হাসপাতালের কার্যক্রম শুরু হয়েছে। বিশেষ করে ডায়াবেটিস ও নন-কমিউনিকেবল ডিজিজের চিকিৎসায় এই হাসপাতালটি কুমিল্লা অঞ্চলে একটি অনন্য ভূমিকা রাখবে। আমাদের মূল উদ্দেশ্য হলো মানুষের পাশে থেকে মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।”সভায় বক্তারা বলেন, কুমিল্লা অঞ্চলে একটি আধুনিক চিকিৎসা প্রতিষ্ঠান হিসেবে খায়রুন্নেসা-ইব্রাহিম জেনারেল হাসপাতাল নতুন দিগন্ত উন্মোচন করবে। এখানে ডায়াবেটিস, হৃদরোগ, শিশু ও নারী রোগসহ সাধারণ চিকিৎসা সেবার পাশাপাশি থাকবে ল্যাব, ফার্মেসি ও ২৪ ঘণ্টা জরুরি সেবা।
সভা শেষে অতিথি ও সাংবাদিকরা হাসপাতালের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং নতুন এই স্বাস্থ্যসেবা উদ্যোগের সাফল্য কামনা করেন

আরো দেখুনঃ