কুমিল্লা নগরীর বাগিচাগাও এলাকা থেকে ১৮ কেজিসহ ২ জনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। এই সময় মাদক বহনকারী একটি ট্রাক জব্দ করা হয়েছে।
রবিবার রাত ১১টায় মাদক বহনকারী ট্রাক, ট্রাকের চালক ও চালকের সহযোগীকে আটক করা হয়।
আটককৃত আসামিগণ হলেন কুমিল্লা শহরতলীর ধর্মপুর এলাকার লতিফ মিয়ার ছেলে বাচ্চু মিয়া এবং মোহর আলীর ছেলে জাহিদ মিয়া।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে নগরীর বাগিচাগাও এলাকায় অভিযান পরিচালনা করে ১৮ কেজি গাঁজাসহ ট্রাক চালক ও তার সহযোগীকে আটক করে পুলিশ। জব্দ করা হয় মাদক বহনকারী ট্রাকটি।
কোতোয়ালি থানার পরিদর্শক তদন্ত মোঃ হানিফ সরকার জানান জব্দকৃত ট্রাকটি থানায় নিয়ে আসা হয়েছে। আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।