কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লায় ট্যাপেন্ডাল ট্যাবলেট ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। মঙ্গলবার রাতে জেলার কোতয়ালী মডেল থানার অশোকতলা এলাকায় অভিযান পরিচালনা করে ৩৭ হাজার ৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
পৃথক অপর এক অভিযানে জেলার একই থানার কালিকাপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৪০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলোঃ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার রেইসকোর্স এলাকা মোঃ আব্দুল বাতেনের ছেলে মোঃ জাকারিয়া হোসেন (৩৫) এবং একই থানার রামচন্দ্রপুর গ্রামের রুক মিয়ার ছেলে এমদাদুল হক মারুফ (৪৪)। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১,সিপিসি-২,কুমিল্লার কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম।
তিনি জানান-গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
এফআর/অননিউজ