কুমিল্লা কোতয়ালী মডেল থানার গাজীপুর এলাকা থেকে গাঁজা ও বিদেশী মদ’সহ ২মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
সোমবার(২৭ ফেব্রুয়ারি) সকালে র্যাব-১১ সিপিসি-২ এর উপপরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল রবিবার রাতে জেলার কোতয়ালী মডেল থানার গাজীপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ৮ কেজি গাঁজা ও ৩৭ বোতল বিদেশী মদ’সহ দুইজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো জেলার কোতয়ালী মডেল থানার গাজীপুর বিবিরবাজার গ্রামের মোঃ আবুল কালাম হোসেন ও মোঃ কাউসার হোসেন।
এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে র্যাব।