সাইফুল ইসলাম।।
কুমিল্লার চৌদ্দগ্রামের কিংসুপুয়া গ্রাম থেকে নুরু মিয়া নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২।
বৃহস্পতিবার(১৫ ডিসেম্বর) র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা’র উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর অভিযানে ১৪ ডিসেম্বর বুধবার রাতে জেলার চৌদ্দগ্রাম থানার কাশিপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ৩ কেজি গাঁজা ও ০৮ বোতল বিদেশী মদ’সহ জেলার চৌদ্দগ্রাম থানাধীন কিংসুপুয়া গ্রামের মমতাজ মিয়া’র ছেলে নুরু মিয়া কে আটক কবা হয়।
র্যাব আরোও জানায়, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা ও বিদেশী মদ’সহ বিভিন্ন অবৈধ মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল ।
এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ গ্রহণ করা হয়েছে।