কুমিল্লায় গোমতী নদীর পানি বাড়ছে, জারি করা হয়েছে জরুরি সতর্কতা

অনলাইন ডেস্ক।।

কুমিল্লায় টানা দুই দিনের বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলের কারণে গোমতী নদীর পানি দ্রুত বাড়ছে।

আজ বুধবার (৯ জুলাই) সকাল ৯টায় নদীর পানি ৮ দশমিক ৩০ মিটার উচ্চতায় রেকর্ড করা হয়েছে, যা বিপদসীমা থেকে মাত্র ৩ মিটার নিচে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কুমিল্লার নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, গোমতীর পানি দ্রুত বাড়ছে এবং পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিপদসীমা ১১ দশমিক ৩০ মিটার।

কুমিল্লা জেলা প্রশাসন নদী পাড়ের বাসিন্দাদের সতর্ক থাকার জন্য বলেছে। বিশেষ করে নিম্নাঞ্চল ও ভাঙনপ্রবণ এলাকার বাসিন্দাদের প্রয়োজন হলে দ্রুত আশ্রয়কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিতে বলা হয়েছে।

জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের সমন্বয়ে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়েছে।

সূত্র:বিডি২৪লাইভ
ই/অননিউজ ২৪

আরো দেখুনঃ