কুমিল্লায় চাচাতো ভাইয়ের হাতে জেঠাতো ভাই খুন

কুমিল্লা প্রতিনিধি ||

কুমিল্লায় জমিজমার বিরোধ নিয়ে চাচাতো ভাইয়ের হাতে জেঠাতো ভাই খুন হয়েছে। এ ঘটনায় ঘাতক জেঠাতো ভাইকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীরা।

রোববার (২৪ আগস্ট) সকালে জেলার হোমনা উপজেলার ছয়ফুল্লাকান্দি গ্রামের রাধা মন্দিরের সামনে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম- রফিকুল ইসলাম (৬৫)। তিনি ছয়ফুল্লাকান্দি গ্রামের ছনু মিয়ার ছেলে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, জমিজমা নিয়ে বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ ঘটনায় অন্যদেরও প্ররোচনা ছিল। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয়রা বলেন, ঘাতক আলেক (৫০) নিহতের চাচত ভাই। দু’জনের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ ছিল। সকালে রাধা মন্দিরের সামনে ছোড়া দিয়ে নিহতে পেটে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা ঘাতক আলেককে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে আটক করে।

নিহতের স্ত্রী রাশিদা বেগম তার স্বামী হত্যার বিচার দাবি করে বলেন, জমিজমা নিয়ে পূর্বে দেবর ও তার ছেলেদের সঙ্গে অনেকবারই বিচার-আচার হয়। কিন্তু তারা মানে নাই। এ কারণেই তারা স্বামীকে হত্যা করেছে। তাট স্বামীর কাছে আলেক সব সময় টাকা পয়সা দাবি করতেন। জমিজমা ও টাকা না পেয়ে আলেক ক্ষিপ্ত হয়ে ছোড়া দিয়ে পেটে আঘাত করে হত্যা করে।

আরো দেখুনঃ