ছাত্রজনতার অভ্যুত্থানের এক মাস উপলক্ষে শহীদদের স্মরনে ছাত্রজনতার শহীদী মার্চ পালন করে কুমিল্লা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বৃহস্পতিবার বিকালে নগরীর ঈদগাহ মাঠ ও কুমিল্লা জিলা স্কুল থেকে শহীদী মার্চের দুটি পদযাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। নগরীতে যানজট মুক্ত রাখতে পৃথক দুটি স্থান থেকে এ পদযাত্রা বের করা হয়।
এতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা সরকারী কলেজ, কুমিল্লা জিলা স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
পদযাত্রা পূর্বে সংক্ষিপ্ত আলোচনা করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোঃ রুবেল হোসেন, মোঃ রাশেদ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সমন্বয়ক তালহা মাহিসহ অন্যরা।