কুমিল্লায় জাতীয় কবি নজরুলের মৃত্যুবার্ষিকী পালিত।।

প্রতিনিধি, কুমিল্লা:

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী কুমিল্লায় নানান আয়োজনে পালিত হয়েছে। আয়োজনের মধ্যে ছিলো নজরুল রচিত হামদ-নাত, ইসলামি সংগীত, আবৃত্তি ও দো’আ মাহফিল।

বুধবার (২৭ আগস্ট) বিকেলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইন্সটিটিউট কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম।

বক্তব্য কালে তিনি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শুধু বাংলা সাহিত্যকেই সমৃদ্ধ করেননি, তাঁর রচনায় সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার যে সুরধ্বনি রয়েছে, তা যুগ যুগ ধরে আমাদের অনুপ্রাণিত করবে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইন্সটিটিউট কেন্দ্র, কুমিল্লা আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন নজরুল পরিষদ কুমিল্লার সাধারণ সম্পাদক ও প্রবীণ সাংবাদিক অশোক কুমার বড়ুয়া, সংগীতশিল্পী ইশতিয়াক আহম্মেদ পল্লব, ‘ঐতিহ্য কুমিল্লা’র সভাপতি ও সাংবাদিক জাহাঙ্গীর আলম ইমরুল, নজরুল গবেষক পীযুষ কুমার ভট্টাচার্য্য, আমার বাংলাদেশ (এবি) পার্টির কুমিল্লার আহবায়ক জি এম সামদানী, কুমিল্লা জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া শাখার সভাপতি নজির আহমেদ।
বক্তারা বলেন, কবি নজরুল ছিলেন বিদ্রোহী কণ্ঠস্বর, তিনি একাধারে প্রেমের কবি, আবার শোষণ-বঞ্চনার বিরুদ্ধে সংগ্রামী কবি। তাঁর জীবন ও সাহিত্যকর্ম প্রজন্মকে ন্যায়, সাম্য ও ভালোবাসার পথে পরিচালনার পথ দেখায়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ইনস্টিটিউটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আল-আমিন। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট নজরুল গবেষক প্রফেসর ড. আলী হোসেন চৌধুরী, সাংবাদিক মোতাহার হোসেন মাহবুব।

মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বে ইসলামি সংগীত, হামদ-নাত পরিবেশনা ও কবিতা আবৃত্তি করেন ইনস্টিটিউটের প্রশিক্ষণার্থী ও কুমিল্লার বিশিষ্ট সংগীত শিল্পীরা।

আরো দেখুনঃ