“নিশ্চিত করি শোভন কর্মপরিবেশ, গড়ে তুলি স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় পালিত হয়েছে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৩। শুক্রবার সকালে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, কুমিল্লা। সকাল ১০টায় নগরীর নগর উদ্যান থেকে একটি র্যালি বের হয়ে সার্কিট হাউজে এসে শেষ হয়। পরে সার্কিট হাউজের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মুফতী সেলিম মাকসুদ সালমানপুরী।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। করকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ মহাপরিদর্শক প্রকৌশলী এম.এম মামুন অর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, শ্রম অধিদপ্তরের উপপরিচালক মনিরুজ্জামান, দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূইয়া, দোকান কর্মচারী ফেডারেশোনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আলহাজ কাউছার আরমান। স্বাগত বক্তব্য রাখেন শ্রম পরিদর্শক মো: কামরুল হোসেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন জেলা কালচারাল অফিসার আয়াজ মাবুদ।
শান্ত/অননিউজ