নিজস্ব প্রতিবেদক।।
গ্রামীন অবকাঠামো সংস্কার, ইমামদের ঘর নির্মাণ সহ মসজিদ মাদ্রাসার উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, আর্থিক অস্বচ্ছল নাগরিকদের গৃহ নির্মাণের জন্য টি আর, কাবিখা ও কাবিটার অর্ধ কোটি টাকার চেক বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান প্রতিথী কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। গতকাল রোববার বেলা ১২ টায় কুমিল্লা মহানগর আওয়ামীলীগের কার্যালয়ে মা ফজিলাতুন্নেছা সম্মেলন কক্ষে এ চেক বিতরণ করা হয়। এসময় আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ আমিনুল ইসলাম টুটুল, ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট হোসনেয়ারা বেগম বকুল, আদর্শ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আবুল বাশার, আমড়াতলী ইউপি চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক, কালিরবাজার ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম সিআইপি, পাচথুবী ইউপি চেয়ারম্যান হাসান রাফি রাজু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নিয়াজ পাভেল, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসকেডি/অননিউজ