কুমিল্লায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং কুমিল্লাকে কেন্দ্র করে হাজী আমিন উর রশিদ ইয়াছিনের ১০ দফা স্বপ্ন–ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে এ কর্মসূচিতে অংশ নেন কুমিল্লা মহানগর ও জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
নেতারা জানান, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং কুমিল্লার দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনাকে মানুষের কাছে পৌঁছে দিতেই এই লিফলেট বিতরণ আয়োজন করা হয়েছে।
এসময় উপস্থিত নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে দলের কর্মসূচি সফল করতে এবং জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।