কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাবুচি দারুচুন্নাৎ দাখিল মাদ্রাসায় দাখিল পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়ার আয়োজন করা হয়েছে। আজ সোমবার দুপুরে মাদ্রাসা হল রুমে আয়োজিত অনুষ্ঠানে উক্ত মাদ্রাসার গভর্নিং বোর্ডের সভাপতি হাফেজ মাওলানা মোঃ হাবিবু উল্লাহ কাঁচপুরির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা তানবীর হোসেন।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ আবু তাহের, উপজেলা শিক্ষা কর্মকর্তা মীর হোসেন, ইউপি চেয়ারম্যান একে খোকন, মাদ্রাসার অধ্যক্ষ এবি এম কবির হোসেন সহ মাদ্রাসর শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে পরিক্ষার্থীদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।