কুমিল্লায় সেনাপ্রধানের পক্ষ থেকে দুস্থ ও অসহায় ১ হাজার ১৫০ জনের মাঝে ঈদের উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে কুমিল্লা সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন।
বুধবার (১৯ এপ্রিল) সকালে কুমিল্লার চাঁনপুর, কালিবাজার, অলিপুর ও শহরে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।
নগরীর টিক্কাচর মাঠে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে কুমিল্লা অঞ্চলের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আব্দুল হাই, লেঃ কর্ণেল রুহুল আমিনসহ কুমিল্লা ৩৩ পদাতিক ডিভিশনের সেনাবাহিনীর পদস্থ কর্মকর্র্তারা উপস্থিত ছিলেন। পরে জেলাজুড়ে অসহায়, নি;স্ব মানুুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।