কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ, কুমিল্লা সিটি করপোরেশন, কুমিল্লা সেনানিবাস এলাকা) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মনিরুল হক চৌধুরীর সমাবেশ ঠেকাতে টাউন হল মাঠে প্যান্ডেল তৈরি করেছেন একই দলের মনোনয়ন বঞ্চিত আমিন উর রশিদ ইয়াছিনের লোকজন।
মনিরুল হক চৌধুরী অগ্রিম টাকা জমা দিয়ে টাউন হল মাঠ বরাদ্দ নিয়েছিলেন। তাঁর নির্বাচনী সমাবেশ ঠেকাতে আজ বুধবার টাউন হল মাঠে প্যান্ডেল তৈরি হচ্ছিল। ওই খবর পেয়ে দুপুরে পুলিশ, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম টাউন হল মাঠে যান। তাঁরা যাঁর নামে টাউন হল মাঠ বরাদ্দ তাঁকে দেওয়ার জন্য প্রশাসনকে বলেন। আগামীকাল বৃহস্পতিবার বিকেল তিনটায় টাউন হল মাঠে মনিরুল হক চৌধুরীর গণসমাবেশ।
জানতে চাইলে কুমিল্লা টাউন হলের সদস্য সচিব সাজ্জাদুল কবীর সাজ্জাদ বলেন,‘ মনিরুল হক চৌধুরীর নামে টাউন হল মাঠ বরাদ্দ। তিনি অগ্রিম টাকা দিয়ে, দরখাস্ত করে নিয়ম মাফিক বরাদ্দ নেন।’
ইয়াছিনের অনুসারী কুমিল্লার আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান গত ১৮ নভেম্বর টাউন হলের সদস্য সচিবের কাছে একটি আবেদন করেন। এতে ২০ নভেম্বর টাউন হল মাঠে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনায় দোয়া মাহফিলের আয়োজনের জন্য বরাদ্দের আবেদন করে।
কুমিল্লা-৬ আসনে বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরী ১৭ নভেম্বর খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি ধন্যবাদ জ্ঞাপন, জনসভা ও গণমিছিলের জন্য জেলা প্রশাসক ও টাউন হলের সভাপতি/ সদস্য সচিবের কাছে আবেদন করেন। এতে তিনি ২০ ও ২১ নভেম্বর মাঠ বরাদ্দের আবেদন করেন। ওইদিনই মনিরুল হক চৌধুরী (গত ১৭ নভেম্বর) কুমিল্লা টাউন হল মাঠ ২০ ও ২১ নভেম্বর বরাদ্দের জন্য অনুমোদন পেয়ে টাকাও জমা দেন। টাউন হলের সদস্য সচিব ২০ ও ২১ নভেম্বর মনিরুল হক চৌধুরীকে বরাদ্দ দেন।
মনিরুল হক চৌধুরী বলেন, টাউন হলের নিয়ম মেনে বরাদ্দ নিয়েছি মাঠ। আমি সভা করবই। প্রশাসন ও দল সেটি দেখছে।