কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লায় চুরি হওয়া স্বর্ণালংকার নগদ টাকা সহ আন্তজেলা চোর চক্রের মূলহুতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে জেলার বরুড়া উপজেলার জিনসার এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের মূলহোতা মোঃ রাজিবকে গ্রেফতার করে বরুড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত রাজিবের বাড়ি পটুয়াখালী জেলার দশমিনা থানার চাঁদপুর গ্রামে। তার বাবার নাম মোঃ মজিবর সরদার। বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফিরোজ হোসেন জানান, বিভিন্ন এলাকায় বাসা বাড়িতে ঢুকে গ্রিল ও দরজা কেটে একটি চক্র চুরি করে আসছিল।
এরকম একটি চুরির ঘটনায় বৃহস্পতিবার সকালে মাহবুবা আক্তার নামে এক নারী বরুড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়ের পর ওই চুরি হওয়া বাড়ির সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চোরকে সনাক্ত করে। পরে বরুড়া থানার জিনসার এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত চোরকে আটক করে পুলিশ। এ সময় তার বাড়ি থেকে চুরি হওয়া নগদ এক লাখ দশ হাজার টাকা জব্দ করে পুলিশ। পরে ওই চোরের কথামতো বরুড়া বাজারের আমিন জুয়েলার্স থেকে চুরি ৩ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। এছাড়াও চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করে পুলিশ। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পুর্বেও একাধিক মামলা রয়েছে। শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এসকেডি/অননিউজ
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com