নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন, বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল ছিলেন বিরল প্রতিভার অধিকারী। বাংলাদেশের আধুনিক ক্রীড়া ও সাংস্কৃতিক আন্দোলনের পথিকৃৎ। তারুণ্যের উজ্জ্বীবিত প্রতীক শেখ কামাল সব সময় খেলাধুলা,সাংস্কৃতিক চর্চায় অগ্রণী ভূমিকা রাখত, পাশাপাশি ছাত্রলীগের রাজনীতিতেও সক্রিয় ছিল। বঙ্গবন্ধু যেমন জাতির নেতা ছিলেন তেমনি জাতি গঠনে এক দৃঢ় মানুষ ছিলেন শেখ কামাল। এখনো জাতির ক্রাইসিসে ( সংকটে) শেখ কামাল কথা মনে পড়ে। শেখ কামালকে শুধু খেলার মাঠে( ক্রীড়াঙ্গনে) ধরে রাখলে চলবে না। সকল ক্ষেত্রে অনুসরণ করতে হবে।
যে গুণাবলি থাকলে একজন মানুষ অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে উঠতে পারে এর প্রায় সব গুণ শেখ কামালের মধ্যে ছিল মন্তব্য করে হাজী বাহার এমপি আরও বলেন, বঙ্গবন্ধু যেমন সাধারন জীবন যাপন করতেন শেখ কামাল ,আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পরিবারের সকল সদস্য একই জীবন যাপন করতেন। শেখ কামালের জীবনী থেকে শিক্ষা নিয়ে দেশের উন্নয়নে ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে আসতে উদ্বুদ্ধ করেন। শেখ কামাল সহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের টিকিয়ে রাখতে সবাইকে শেখ হাসিনার পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে।
শনিবার ( ৫ আগস্ট) কুমিল্লা জেলা প্রশাসন আয়োজিত বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর জীবনী বিষয়ক আলোচনা সভা, স্মৃতিচারণ ও শেখ কামাল ক্রীড়া পুরষ্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাজী বাহার এমপি এসব কথা বলেন। কুমিল্লায় বঙ্গবন্ধুর জৈষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী নানা আয়োজনে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সকাল ৯ টায় গোমতী পাড়ে শেখ কামাল ক্রীড়া পল্লীতে স্থাপিত শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও বৃক্ষরোপনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা করেন জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমান । বেলা সাড়ে ১০ টায় কুমিল্লা জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা, স্মৃতিচারণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার আব্দুল মান্নান, সিভিল সাজর্ন নাছিমা আক্তার,কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পিপি এডভোকেট জহিরুল ইসলাম সেলিম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল, আদর্শ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আবুল বাশার, কুমিল্লা মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, কুমিল্লা মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ নুরুর রহমান, কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: বাহাদুর হোসেন, আদর্শ সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও আদর্শ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল সহ আরো অনেকে।
স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল হাসান ফারুক রোমেন। এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক বাদল খন্দকার ও কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী ইকবাল হোসেন, কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সহ অন্যান্য সকল সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতি
সংগঠনের নেতৃব্রন্দ ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি হাজী বাহার এমপি খ্যাতনামা ক্রীড়াবিদদের মাঝে ‘ শেখ কামাল ক্রীড়া পুরষ্কার’ তুলে দেন। এদিকে, কুমিল্লা জেলাজুড়ে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন, ক্রীড়া পুরস্কার বিতরণ, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষের চারা বিতরণ আলোচনা সভা, মিলাদ মাহফিল সহ নানা আয়োজনের মধ্যে দিয়ে শেখ কামালের জন্মদিন উদযাপন করা হয়েছে।