এ উপলক্ষে শনিবার (২৭ জানুয়ারী) সকালে তিতাস উপজেলার শোলাকান্দি ঈদগাহ কমপ্লেক্সের মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,পুরস্কার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
১৯৪৬ সালে এই প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠা করেন মরহুম আব্বাস আলী সরকার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসী ডাঃ মোঃ এনামুল হক।
সড়ক ও জনপথ বিভাগের প্রকল্প পরিচালক প্রকৌশলী মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৮নং জিয়ারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মাঃ আলী আশরাফ, উপজেলা অতিরিক্ত শিক্ষা অফিসার আরফিন,শোলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল খালেক মাল্লা প্রমুখ।
এছাড়াও অত্র স্কুলের শিক্ষক, শিক্ষার্থীসহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মোঃ এনামুল হক বলেন একটা ক্ষুদ্র গ্রাম থেকেও অনেক বড় কিছু করা যায়। এই শোলা কান্দি স্কুল থেকে পড়াশোনা করে আজকে আমেরিকায় ডাঃ করছি। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন তিনি।
তিনি আরও বলেন শোলাকান্দিবাসীর যে কোন ধরনের সমস্যা সমাধানে আমি সর্বত্র নিজেকে নিয়োজিত রাখতে চাই। এ উদ্দেশ্য ইতোমধ্যে কমিউনিটি ক্লিনিক চালু করার ব্যবস্থা চলছে। ক্লিনিক চালু হলেই সকল ধরনের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হবে।
এফআর/অননিউজ