কুমিল্লায় পরম্পরায় শিশু-কিশোর উৎসব অনুষ্ঠিত

কুমিল্লা প্রতিনিধি।।

“ধ্যান কে ধ্বনি দিও” এই শ্লোগান নিয়ে কুমিল্লায় পরম্পরায় শিশু-কিশোর উৎসব অনুষ্ঠিত হয়েছে।

নগরীর কবি নজরুল ইন্সটিটিউট কেন্দ্রে শিশু কিশোর প্রতিষ্ঠান পরম্পরায় এর ২য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়।

পরম্পরায় এর প্রতিষ্ঠাতা পরিচালক দেশবরেণ্য আবৃত্তিশিল্পী কাজী মাহতাব সুমন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ডক্টর শাহ মোহাম্মদ সেলিম, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী, নজরুল ইন্সটিটিউট কুমিল্লা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আল আমিন,খায়রুল আজিম শিমুল, কুমিল্লা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক দেলোয়ার হোসাইন আকাইদ, আবৃত্তিশিল্পী রুবেল কুদ্দুস, সারোয়ার নাঈম প্রমুখ।

সোমবার দিনব্যাপী কুমিল্লায় কবি নজরুল ইন্সটিটিউট কেন্দ্রে শিশু কিশোর উৎসবে পরম্পরায় এর শতাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উপস্থিতির মধ্যদিয়ে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত অনুষ্ঠানে ছিল সমাপনী মান যাচাই প্রতিযোগিতা, একক ও বৃন্দ আবৃত্তি, সঙ্গীত এবং নৃত্য। অনুষ্ঠানে অতিথিরা পরম্পরায় এর শিক্ষার্থীদের হাতে সমাপনী সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন।

পরম্পরায় এর প্রতিষ্ঠাতা পরিচালক দেশবরেণ্য আবৃত্তিশিল্পী ও প্রশিক্ষক কাজী মাহতাব সুমন বলেন, “পরম্পরায় পরিবারের সবার প্রচেষ্টায় প্রমাণ করতে পেরেছি সত্য সুন্দরের বুদ্ধিবৃত্তিক ভিশনটাই বর্তমান ও ভবিষ্যতে জয়ী থাকে।

এছাড়া অনুষ্ঠানে কুমিল্লার বিদায়ী জেলা সাংস্কৃতিক কর্মকর্তা সৈয়দ আয়াজ মাবুদ কে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।

ছবিঃ শিশু কিশোর প্রতিষ্ঠান পরম্পরায় এর ২য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে শিশু-কিশোর উৎসব।

আরো দেখুনঃ