শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার লাকসাম পৌরসভা ও উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম।
মঙ্গলবার রাতে লাকসামের জগন্নাথ বাড়ি পূজা মন্ডপে শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন, “একটি দল ধর্মকে ব্যবহার করে ফায়দা লুটতে চায়। তারা ভোটের বিনিময়ে বেহেশতের টিকিট বিক্রি করছে। বিশেষ করে নারীদের টার্গেট করে কুসংস্কৃতি ছড়াচ্ছে। এসব ভণ্ডামির বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। আমাদের ধর্ম আলাদা হলেও আমরা সবাই এক ও অভিন্ন।”
আবুল কালাম আরও বলেন, “পার্বত্য চট্টগ্রামের যে অরাজকতা তা নির্বাচন বানচালের ষড়যন্ত্র। অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণার পর যখন সুষ্ঠু নির্বাচনের পথে দেশ অগ্রসর হচ্ছে, তখন পিআরসহ নানা ষড়যন্ত্র শুরু করেছে একটি দল। কিন্তু জনগণ তাদের এ ষড়যন্ত্র সফল হতে দেবে না।”
এ সময় লাকসাম পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহমদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক, যুগ্ম সম্পাদক রাফসানুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মশু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিকসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
এছাড়া লাকসাম পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি টাবলু সাহা, সাধারণ সম্পাদক বিশ্বতম সাহা বিশু ও রমেন্দ্র ভট্টাচার্যও এ সময় উপস্থিত ছিলেন।
jn