কুমিল্লায় ২২৭ বোতল ফেন্সিডিলসহ মোঃ কুদ্দুস রহমান নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। ২২ জানুয়ারী রবিবার সকালে জেলার কোতয়ালী মডেল থানার পশ্চিম জালুয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো- কুমিল্লার জেলার বরুড়া থানার তুলাগাও গ্রামের মৃত হাসমত আলী এর ছেলে মোঃ কুদ্দুস রহমান (৩৫)। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১,সিপিসি-২,কুমিল্লার উপপরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
তিনি জানান- গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ জব্দকৃত সিএনজি ব্যবহার করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।