কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লায় ৪৮ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। ২১ আগস্ট সোমবার দুপুরে জেলার কোতয়ালী মডেল থানার সাহাপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার সাহাপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে মোঃ কামরুল হাসান সোহাগ (২৮)।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১১,সিপিসি-২ কুমিল্লার উপপরিচালক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম জানান- গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এফআর/অননিউজ