কুমিল্লায় বন্যায় বাস্তুচ্যুতদের মাঝে ঢেউটিন ও অর্থ সহায়তায় সেনাবাহিনী

কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লায় বন্যায় ঘরবাড়ি হারানো ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ঢেউ টিন বিতরণ এবং নগর আর্থিক সহায়তা প্রদান করেছেন বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুরবুড়িয়া এলাকায় ক্ষতিগ্রস্ত ৪০টি পরিবারের প্রত্যেকের মাঝে টিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন।

বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম বুরবুড়িয়া গ্রামের বন্যাদুর্গত পরিবারগুলোর ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি করেন। পরিদর্শনে গিয়ে অসহায়দের মাঝে নিজ হাতে নগদ অর্থ ও ঢেউ টিন প্রদান করেন। এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক ভারতীয় উজান থেকে নেমে আসা ঢলে গোমতী নদীর বাধ ভেঙ্গে বুরবুড়িয়া গ্রামসহ পুরো বুড়িচং উপজেলা তলিয়ে যায়। প্লাবিত হয় পার্শ্ববর্তী উপজেলা ব্রাহ্মণপাড়া। তবে এ ঢলে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হন বুরবুড়িয়া গ্রামের শতশত পরিবার।

একে/অননিউজ24

আরো দেখুনঃ