কুমিল্লার পীর কাশিমপুরে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে প্রাক্তন শিক্ষার্থীদের ঈদোত্তর মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
জেলার মুরাদনগরের পীর কাশিমপুর আর.এন উচ্চ বিদ্যালয় মাঠে ১৯৯৭ ব্যাচের শিক্ষার্থীরা ঈদ পরবর্তী এ পূনর্মিলনী আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ।
অনুষ্ঠান উদ্ভোদন করেন সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা পীরজাদা জহুরুল আলম চিশ্তী। এতে সভাপতিত্ব করেন পূনর্মিলনী বাস্তবায়ন কমিটির আহবায়ক সাঈদ শাহ্ ভিপি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আবদুল কাউয়ুম খসরু, মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ, কোড়ের পাড় আদর্শ কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ড. এম. সামসুজ্জামান, পীর কাশিমপুর আর.এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন ভ‚ইয়া, পীর কাশিমপুর প্রবাসী কল্যাণ সমিতির সাবেক সভাপতি জিয়াউল হক মোমেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স কাজী ফররুখ আহাম্মদ, ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাল শিমুল। স্বাগত বক্তব্য দেন ৯৭ ব্যাচের শিক্ষার্থী গোলাম ছামদানী।
এসময় মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কামাল উদ্দিন ভি.পি, বাংগরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন চৌধূরী, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হাসেম, সাবেক ইউপি চেয়ারম্যান বাবুল আহমেদ মোল্লা, এডভোকেট আলী আশ্রাফ তাজু, স্কুলের প্রক্তণ ছাত্র চুয়েট এর ডীন ড. কামরুল হাসান, প্রক্তন মেধাবী শিক্ষার্থী আতাউর রহমান চৌধূরী আপেল, দৈনিক সময়ের আলোর হেড অব মর্কেটিং কামরুল হাসান বাবু, টিভি উপস্থাপক ডা. সাহিদুল ইসলাম, মাছরাঙা টিভি ও দৈনিক সময়ের আলোর কুমিল্লা ব্যুরো চিফ জাহাঙ্গীর আলম ইমরুলসহ এলাকার বিশিষ্টজনেরা এসময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউসুফ আবদুল্লাহ হারুন বলেন, আগামী দিনে পৃথিবীর তাবৎ কাজ করবে রোবট। এজন্যে মাননীয় প্রধান মন্ত্রীর ভিশন অনুুযায়ী ৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়তে আমাদের নিজেকে প্রস্তুত কর তুলতে হবে।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় দেশের তারকা শিল্পী পলাশ ও লায়লা সংগীত পরিবেশন করেন।