কুমিল্লায় বাংলাদেশ কৃষকলীগের গৌরব, সাফল্য ও ঐতিয্যের ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে কুমিল্লা মহানগর আওয়ামীলীগের কার্যালয়ে কুমিল্লা মহানগর কৃষক লীগের আয়োজনে কুমিল্লা মহানগর কৃষকলীগের আহবায়ক ও বাংলাদেশ কৃষকলীগের জাতীয় পরিষদের সদস্য মো: খোরশেদ আলমের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর কৃষকলীগের যুগ্ম আহবায়ক কাজী সোহেল হায়দায়, কুমিল্লা মহানগর কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক ও কেটিসির ভাইস চেয়ারম্যান জোনায়েদ সিকদার তপু, কুমিল্লা মহানগর কৃষকলীগের সদস্য ও কুমিল্লা সদর দক্ষিন ৯টি ওয়ার্ডের সমন্বয়ক আব্দুল হালিম শেখ।
এই সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর কৃষকলীগের আহবায়ক কমিটির সদস্য মশিউর রহমান মশু, কুমিল্লা মহানগর কৃষকলীগের আহবায়ক কমিটির সদস্য ও ২ নং ওয়ার্ড কৃষকলীগের আহবায়ক আবু হেলালসহ আরো অনেকে।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।