কুমিল্লায় অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে বাস ও ট্রাকের সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।সোমবার বেলা দেড়টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের টিপড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বুড়িচং উপজেলার শরিফপুর এলাকার আইয়ুব আলী মেম্বারের ছেলে বাতেন (৩৩) ও বরুড়া উপজেলার পোনতলা এলাকার মোখলেস মিয়ার ছেলে মিজান (৩৫)।
কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সিলেটগামী একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাস ও ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই মারা যানা যান।
এ ঘটনার পরে মরদেহ ও দুর্ঘটনা কবলিত বাস-ট্রাক থানায় আনা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।