আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুমিল্লা মহানগর বিএনপির দুই গ্রুপের অস্ত্রের মহড়া ও গোলাগুলির ঘটনায় এক ছাত্রদল নেতা গুলিবিদ্ধসহ আটজন আহত হয়েছে। গতকাল রোববার (২ জুন) রাত ১১ টার দিকে নগরীর রামঘাটলা পৌর মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। এ বিষয়টি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন নিশ্চিত করেন।
তিনি জানান, গুলিবিদ্ধ ছাত্রদল নেতার নাম ফখরুল ইসলাম তুহিন। সে নগরীর ২২ নং ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক।
পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুমিল্লা শহরের রামঘাটলা পৌর মার্কেটের সামনে একটি মাইক্রোবাস থেকে ৮ থেকে ১০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে কয়েকজন যুবক। এ সময় অস্ত্রের মহড়া দিয়ে তারা বিপরীত পাশের ভিক্টোরিয়া কলেজের গলি দিয়ে চলে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ছাত্রদলের কয়েকজন কর্মী জানান, ছাত্রদল নেতা শিবলু ও রিয়াজের মধ্য দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই বিরোধকে কেন্দ্র করে কয়েক দিন পরপর দুই গ্রুপের সংঘর্ষ হয়।
এ বিষয়ে কুমিল্লার পুলিশ সুপার (এসপি) আবদুল মান্নান জানান, দলীয় অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
সূত্রঃ বিডি24লাইভ
একে/অননিউজ24